‘ওয়াটার’ এবং ‘গ্লোবাল হাই স্কুল’ পুরস্কার জিতেছে বাংলাদেশ

শেয়ার করুন          আজ (১৬ জানুয়ারি) বাংলাদেশ জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজের – ‘ওয়াটার’ এবং ‘গ্লোবাল হাই স্কুল’- মোট ছয়টির মধ্যে এই দুটি বিভাগে প্রথম পুরস্কার জিতেছে বাংলাদেশ। স্থানীয় পরিবেশ উন্নয়ন ও কৃষি গবেষণা সোসাইটি (Local Environment Development and Agricultural Research Society – LEDARS) নামের একটি এনজিও দ্বারা দুর্যোগ-প্রবণ উপকূলীয় এলাকায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি যেটি সুন্দরবন এবং সাতক্ষীরা এলাকায় কাজ করছে, সেই প্রকল্পটি ‘পানি’ বিভাগে প্রথম হয়ে এবং পুরস্কারের অর্থ ছিল ৬০০,০০০ ইউএস ডলার। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত – LEDARS, নোনা ভূগর্ভস্থ পানিকে, পানীয় ও ফসল চাষের উপযোগী করার জন্য পানি ব্যবস্থাপনার … Continue reading ‘ওয়াটার’ এবং ‘গ্লোবাল হাই স্কুল’ পুরস্কার জিতেছে বাংলাদেশ